ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

প্রকাশিত: ২১:৪০, ১৯ নভেম্বর ২০১৫

টেকনাফে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে টেকনাফে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ায় বিপাকে পড়ছে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা। অভিভাবকগণ জানায়, আসন্ন ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড ফরম পূরণের জন্য ১হাজার ১২৫টাকা ফি নির্ধারণ করে দিলেও টেকনাফের কিছু শিক্ষা প্রতিষ্টান ৪হাজার ৫০টাকা থেকে ৬হাজার টাকা পর্যন্ত আদায় করে চলছে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীর অভিভাবক সোহেল জানায়, তার বোনের জন্য নগদ গুনে দিতে হয়েছে ৪হাজার ৫’শ টাকা। পাইলট উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে বোর্ড ফি ১হাজার ১২৫টাকা। কোচিং ফি ১হাজার ৫’শ টাকা। টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) নুরুল আবছার জানান, বোর্ডের নিধারিত ফি’র অতিরিক্ত কোন প্রতিষ্টান টাকা গ্রহণ করার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
×