ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে দক্ষ শ্রম শক্তি নেবে সৌদি আরব

প্রকাশিত: ২১:৪০, ১৯ নভেম্বর ২০১৫

বাংলাদেশ থেকে দক্ষ শ্রম শক্তি নেবে সৌদি আরব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে দক্ষ শ্রম শক্তি নিতে বিশেষ আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। এক্ষেত্রে ডাক্তার, ইঞ্চিনিয়ার, শিক্ষক ও নার্স নেয়ার উপর জোড় দেয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। তবে অদক্ষ শ্রমিকও শিগগিরই নেয়া হবে বলে জানানো হয়েছে। আমদানী-রপ্তানী ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পারস্পারিক সহযোগীতা আরো বাড়াতো সম্মত হয়েছে উভয় দেশ। বৃহস্পতিবার দুদিনের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ুমোহাম্মদ মেজবাহ উদ্দিন ও সফররত সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান শ্রম উপ-মন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ আল ফুয়াইদসহ অন্য সদস্যরা।
×