ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেবাচিমের গণপূর্ত বিদ্যুত বিভাগের অফিসে হামলা

প্রকাশিত: ২১:৪২, ১৯ নভেম্বর ২০১৫

শেবাচিমের গণপূর্ত বিদ্যুত বিভাগের অফিসে হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অনুমতি না নিয়ে ক্লাবে প্রবেশ করার অযুহাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গণপূর্ত বিদ্যুত বিভাগের অফিসের হামলা চালিয়ে ভাংচুরসহ দুই লাইনম্যানকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটার দিকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ক্লাবের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এ উপলক্ষে ক্লাব কেন্দ্রীক আলোক সজ্জার কাজ চলছে। এজন্য মেডিসিন ক্লাবের পক্ষ থেকে বৈদ্যুতিক লাইনম্যানদের ক্লাবে ডাকা হয়। কিন্তু ক্লাবে প্রবেশের সময় অনুমতি না নেয়ার অজুহাতে মেডিসিন ক্লাবের সদস্য এবং মেডিকেল কলেজ ছাত্র নাসিম, আশ্রাব ও সায়েমসহ তাদের ৮/১০ জন সহযোগীরা বিদ্যুত বিভাগের অফিসে হামলা চালিয়ে লাইনম্যান খলিলুর রহমান ও সুমনকে মারধর করে। এসময় উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ে ব্যাপক ভাংচুর করা হয়। হামলা ও ভাংচুরের প্রতিবাদে অন্যান্য লাইনম্যানরা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষনিক বিক্ষোভ প্রর্দশন করেন। এ সময় ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সত্যতা স্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিব কুমার দেবনাথ জানান, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
×