ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বরিশালে হরতালের কোন প্রভাব নেই

প্রকাশিত: ২১:৪২, ১৯ নভেম্বর ২০১৫

বরিশালে হরতালের কোন প্রভাব নেই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জামায়াতের ডাকা হরতালে বরিশালে কোন প্রভাব ছিলোনা। সকাল থেকেই দূরপাল্লার বাস ছেড়ে গিয়েছে। অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল করেছে যথারীতি। নগর জুড়ে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। হরতালের সমর্থনে হয়নি কোন পিকেটিং। হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার কচি তালুকদার জানান, সকাল থেকে তাদের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রূপাতলী ও নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক ছিলো। লঞ্চও চলাচল করেছে যথারীতি। নগরীতে সকল প্রকার যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, অফিস-আদালতের কার্যক্রম ছিলো অন্যান্য দিনের ন্যায়। ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকেই খুলেছে। নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান-পিপিএম বলেন, নিরাপত্তার জন্য ৬ শতাধিক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং র‌্যাবের টহল টিম রয়েছে। কোথাওÍ কোন নাশকতার খবর পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।
×