ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করল স্বজনরা

প্রকাশিত: ২২:২৬, ১৯ নভেম্বর ২০১৫

মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করল স্বজনরা

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। জামায়াতের এই সেক্রেটারি জেনারেলের পরিবারের ১২ সদস্য বৃহস্পতিবার বেলা ২টার আগে আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। প্রায় ঘণ্টাখানেক ভেতরে অবস্থান করার পর বেলা দেড়টার দিকে বেরিয়ে আসেন তারা। স্ত্রী তামান্না ই জাহান, ছেলে আলী আহমেদ তাহজিব, আলী আহমেদ তাহকীক ও আলী আহমেদ মাবরুর, মেয়ে তামান্না বিনতে মুজাহিদ, ভাই মোহাম্মদ খালেদ ছাড়াও পূত্রবধূ সৈয়দা রুবাইয়াজা, নাসরিন আকতার ও ফারজানা জেরিন, আত্মীয় নুরুল হুদা মাহমুদ, আ ন ম ফজলুল হাবিব সাব্বির ও ওযায়ের এম এ আকরাম এসেছিলেন মুজাহিদের সঙ্গে দেখা করতে। মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না জানতে চাইলে মাবরুর বলেন, বাবা নিজেই সে সিদ্ধান্ত নেবেন।
×