ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরের বাগাতিপাড়ায় শ্বাশুড়ীকে হত্যার অভিযোগে জামাতা আটক

প্রকাশিত: ২২:৫৯, ১৯ নভেম্বর ২০১৫

নাটোরের বাগাতিপাড়ায় শ্বাশুড়ীকে হত্যার অভিযোগে জামাতা আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ নাটোরের বাগাতিপাড়ায় শ্বাশুড়ী রওশন আরা বেওয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এঘটনায় জামাতা সাদেক আলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম ও নিহতের পরিবার জানায়, উপজেলার চাঁপাপুকুর গ্রামের নিয়ামত মোল্লার ছেলে সাদেক আলীর সাথে একই এলাকার ইয়াকুব আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সাদেক তার স্ত্রীকে মারধর করছিল। এসময় সাদেকের শ্বাশুড়ী বাধা দিতে গেলে শ্বাশুড়ী রওশন আরা বেওয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে। সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং জামাতা সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×