ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাট জেলাকে শিশু বিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ নভেম্বর ২০১৫

লালমনিরহাট জেলাকে শিশু বিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলাকে শিশু বিবাহ মুক্ত করনের লক্ষ্যে নিকাহ্ রেজিষ্ট্রার এবং হিন্দু বিবাহ রেজিষ্ট্রারদের সাথে মতবিনিময় ও শিশু বিবাহ মুক্ত রাখতে শপথ গ্রহন করা হয়। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোজাহেদুল ইসলাম, জেলা নিকাহ্ রেজিষ্ট্রার এটিএম লুৎফর কবির ও ইসলামিক ফাইন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল আহাদ উপস্থিত ছিলেন, শিশু বিবাহ মুক্ত রাখতে জেলার পাঁচ উপজেলার ৫১ জন নিকাহ্ রেজিষ্ট্রার ও পাঁচ জন হিন্দু বিবাহ রেজিষ্ট্রার কে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করান জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কাজী আমজাদ হোসেন। ১৮ বছর মেয়ে ও ২১ বছর ছেলেদের ছাড়া কোন বিবাহ রেজিষ্ট্রার না করতে নির্দেশ দেয়া হয়।
×