ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ নভেম্বর ২০১৫

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজের কাছে ধলেশ্বরী নদী থেকে এক কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসময় জালগুলো বহনকারী একটি ট্রলারও আটক করেন তারা। বৃহ¯পতিবার সকালে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে জব্দকরা কারেন্ট জালগুলো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিমের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব তথ্য দিয়ে কোস্টগার্ডের পেটি অফিসার মো লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এক কোটি মিটার কারেন্ট জাল জব্দ করে গজারিয়া ক্যা¤প কোস্ট গার্ড। এ সময় একটি ইঞ্জিনচালিত একটি ট্রালারও জব্দ করা হয়েছে।
×