ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জামায়াতের ডাকা হরতাল হয়নি

প্রকাশিত: ২৩:৫৭, ১৯ নভেম্বর ২০১৫

নওগাঁয় জামায়াতের ডাকা হরতাল হয়নি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ যুদ্ধাপরাধী সালাহউদ্দিন-মুজাহিদের ফাঁসির দন্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল নওগাঁয় পালিত হয়নি। মাঠে ছিলনা জামায়াত-শিবিরের কোন নেতা-কর্মী। তাদের হরতালে সাড়া না দিয়ে সাধারন মানুষ স্বতঃস্ফুর্তভাবে তাদের স্বাভাবিক কাজকর্ম করেছে। রাস্তায় সকল যানবাহন চলাচলসহ শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি খোলা ছিল। সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শহরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় সেই প্রভাত থেকেই। শহরে সাদা পোষাকে পুলিশ ছাড়াও র‌্যাব ও বিজিবির টহল ছিল জোড়দার। খোদ এসপিকেও শহরে টহল দিতে দেখা গেছে।
×