ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বে-মেয়াদী ফান্ডের অনুমোদন পেল আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০০:৪৪, ১৯ নভেম্বর ২০১৫

বে-মেয়াদী ফান্ডের অনুমোদন পেল আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী ফান্ড থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে ইউনিটহোল্ডারদের অনুমোদন পেয়েছে আইসিবির ব্যবস্থাপনায় পরিচালিত পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ১৮ নবেম্বর অনুষ্ঠিত সভায় উপস্থিত ইউনিটহোল্ডারদের ৯৮.৩৮ শতাংশই বেমেয়াদী ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট দেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ইউনিটহোল্ডারদের সভায় উপস্থিত ১২৪ জনের মধ্যে ১২২ জনই বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট দেন। ইউনিটহোল্ডারদের মতামত পাওয়ায় বেমেয়াদী ফান্ডে রূপান্তরে আরও একধাপ এগিয়েছে এ ফান্ডটি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হবে। এদিকে ফান্ডের ট্রাস্টি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পুঁজিবাজারে ফান্ডের লেনদেন বন্ধ থাকবে। প্রসঙ্গত, ইউনিটহোল্ডারদের সভা আহ্বানে ঘোষিত রেকর্ড ডেট (৯ নবেম্বর) থেকে পুঁজিবাজারে ফান্ডটির লেনদেন বন্ধ রয়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবসায়নে বা বেমেয়াদী ফান্ডে রূপান্তরে বিএসইসির নির্দেশনা রযেছে। ওই নির্দেশনায় আইসিবি পরিচালিত মোট ৮টি এবং এইমস বাংলাদেশ পরিচালিত ২টি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদী ফান্ডে রূপান্তর বা অবসায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
×