ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্প্রেড হিসাবায়নে এসএমই ঋণকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

প্রকাশিত: ০০:৪৬, ১৯ নভেম্বর ২০১৫

স্প্রেড হিসাবায়নে এসএমই ঋণকে অন্তর্ভুক্ত করার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) হিসাবায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণ অন্তর্ভুক্ত ছিল না। এসুযোগে এসএমই ঋণে উচ্চসুদ আরোপ করছে, উদ্যোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক স্প্রেড নির্ধারণে এসএমই ঋণকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এতে এখন থেকে স্প্রেড নির্ধারণে ঝুঁকিপূর্ণ ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ব্যতীত অন্যান্য সব ঋণের সুদহার ও আমানত সংগ্রহের গড়ভারিত সুদহারের ব্যবধান নি¤œতর এক অঙ্ক তথা পাঁচ শতাংশে সীমিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা অনস্বীকার্য। জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এ খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়নসহ বিভিন্ন সুবিধা প্রদান করলেও ব্যাংকগুলো এ খাতে উচ্চ সুদহার আরোপ করছে, মর্মে উদ্যোক্তাসহ বিভিন্ন মহলের নিকট হতে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে এসএমই খাতে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ ও আমানতের গড়ভারিত সুদহারের ব্যবধান নিন্মতর এক অঙ্ক পর্যায়ে সীমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অন্য খাতের ঋণ যেন এসএমই’তে দেখানো হয়, সে জন্য ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, এসএসই খাতে বিতরণ হওয়া ঋণের বিপরীতে শুন্য দশমিক ২৫ শতাংশ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ (প্রভিশন) করতে হয়। যদিও অন্যান্য ঋণের ক্ষেত্রে সাধারণ প্রভিশন হিসেবে এক শতাংশ রাখতে হয়।
×