ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত থেকে বিদ্যুত আমদানীতে সহায়তা দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০২:০৯, ১৯ নভেম্বর ২০১৫

ভারত থেকে বিদ্যুত আমদানীতে সহায়তা দিচ্ছে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারত থেকে বিদ্যুত আমদানী করতে সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বিদ্যুত সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়াতে প্রায় ৯৬০ কোটি টাকা (১২ কোটি মার্কিন ডলার) সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেেেরবাংলা নগরের এনইসি সস্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহামমদ মেজবাহ উদ্দিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডাইরেক্টর কাজুহিকো হিগুচি স্বাক্ষর করেন। চুক্কিত স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ভারত থেকে নতুন করে ৫০০ মেগাওয়াট বিদ্যুত আমদানী করতে বিদ্যমান সঞ্চালন লাইন যথেষ্ট নয়। এজন্য এই লাইনের সক্ষমতা বাড়ানো হচ্ছে।
×