ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ৫দিন ব্যাপী জোড় এজতেমা শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০২:১৩, ১৯ নভেম্বর ২০১৫

টঙ্গীতে ৫দিন ব্যাপী জোড় এজতেমা শুরু হচ্ছে কাল

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে ৫দিনব্যাপী জোড় এজতেমা শুরু হচ্ছে। বিশ্ব এজতেমার প্রস্তুতি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই জোড় এজতেমার আয়োজন করা হয়। বিশ্ব এজতেমাকে সফল করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা তবলীগ অনুসারী মুসল্লীরা এই জোড় এজতেমায় যোগদান করবেন। আগামী ৮ জানুয়ারী থেকে তাবলীগ জামায়াতের বিশ্ব এজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ জোড় এজতেমায় অংশ নিতে মুসল্লীরা দলে দলে এজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা জানান, অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিপূর্ন ভাবে শুরু হবে বিশ্ব এজতেমা। আর এ বিশ্ব এজতেমার প্রস্তুতি হিসাবে জামাতভুক্ত পুরাতন সাথীদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবার বার্ষিক জোড় এজতেমা শুরু হয়েছে। টানা ৫দিন জোড় এজতেমা শেষেই বিশ্ব এজতেমার প্যান্ডেলসহ যাবতীয় কাজ শুরু করা হবে। এজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, জোড় এজতেমা উপলক্ষে ইতোমধ্যে তাবলীগ জামাতের প্রায় লক্ষাধিক মুসলী এজতেমা ময়দানে সমবেত হয়েছেন। তাদের মধ্যে বিদেশী মেহমানও রয়েছেন। তাবলীগের এসব মুসল্লী বিশ্ব এজতেমা শুরুর আগ পর্যন্ত কোথায় কি কাজ করবেন, তার দিক নির্দেশনা দেবেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা। আগামী মঙ্গবার বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫দিনের জোড় এজতেমা। জোড় এজতেমা শেষে মসজিদ কেন্দ্রিক দাওয়াতের কাজেও তাবলীগের হাজার হাজার মুসল্লীরা ছড়িয়ে পড়বেন দেশ-বিদেশে। এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, জোড় এজতেমা সফল করতে পুলিশ প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে মাঠের চতুর পার্শ্বে।
×