ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদী ফান্ডের অনুমোদন পেল আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রকাশিত: ০৪:৩৫, ২০ নভেম্বর ২০১৫

বে-মেয়াদী ফান্ডের অনুমোদন পেল আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী ফান্ড থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে ইউনিট হোল্ডারদের অনুমোদন পেয়েছে আইসিবির ব্যবস্থাপনায় পরিচালিত পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ১৮ নবেম্বর অনুষ্ঠিত সভায় উপস্থিত ইউনিট হোল্ডারদের ৯৮.৩৮ শতাংশই বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট দেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ইউনিট হোল্ডারদের সভায় উপস্থিত ১২৪ জনের মধ্যে ১২২ জনই বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট দেন। ইউনিট হোল্ডারদের মতামত পাওয়ায় বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে আরও একধাপ এগিয়েছে এ ফান্ডটি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হবে। এদিকে ফান্ডের ট্রাস্টি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পুঁজিবাজারে ফান্ডের লেনদেন বন্ধ থাকবে। প্রসঙ্গত, ইউনিট হোল্ডারদের সভা আহ্বানে ঘোষিত রেকর্ড ডেট (৯ নবেম্বর) থেকে পুঁজিবাজারে ফান্ডটির লেনদেন বন্ধ রয়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবসায়নে বা বেমেয়াদী ফান্ডে রূপান্তরে বিএসইসির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনায় আইসিবি পরিচালিত মোট ৮টি এবং এইমস বাংলাদেশ পরিচালিত ২টি মিউচ্যুয়াল ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর বা অবসায়নের নির্দেশ দেয়া হয়েছে। দরবৃদ্ধির শীর্ষে ওষুধ এবং রসায়ন খাত অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার তালিকার অর্ধেক দখল করেছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি। এদিন গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ওষুধ খাতের। বৃহস্পতিবারে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ টাকা বা ৭ দশমিক ২৫ শতাংশ দর বেড়ে গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে। এই কোম্পানির ২৯ লাখ ৯৮ হাজার ২২৬টি শেয়ার ২ হাজার ৫২৭ বারে লেনদেন হয়। এই খাতের লিবরা ইনফিউশনস লিমিটেড ৭ টাকা ৩ পয়সা বা ২ দশমিক ৫৫ শতাংশ দর বেড়ে গেইনারের সপ্তম স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন করে ২৯৩ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৭০টি শেয়ার ৮ বার লেনদেন হয়। তালিকার অষ্টম স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের দর বেড়েছে ৯ টাকা ৯ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ।শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৬২ টাকা দরে। এদিন কোম্পানির ৮৭ হাজার ৪৬২টি শেয়ার ৪৫১ বার লেনদেন হয়। এছাড়া ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২ টাকা ৫ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ এবং স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।
×