ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিডি অটোকারসের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:৩৬, ২০ নভেম্বর ২০১৫

বিডি অটোকারসের দরবৃদ্ধির কোন কারণ নেই

বিডি অটোকারসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৭ কার্যদিবসের প্রতিদিনই ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ২৪ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা ২ পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ৩ পয়সা বা ৬১ দশমিক ৪৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার দিনভর বিক্রেতাশূন্য হোটেল পেনিনসুলা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেড বৃহস্পতিবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১২টা ২৪ মিনিটে বিক্রেতা উধাও হয়ে যায়। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শেষ পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৩ লাখ ৩৩ হাজার ১৭০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৭ টাকা ৬ পয়সা দরে। বুধবারে এই শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪০.০৯ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.০৮ টাকা। ঘোষিত এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর।
×