ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আট প্রকল্পে অর্থায়ন করবে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ০৪:৩৯, ২০ নভেম্বর ২০১৫

আট প্রকল্পে অর্থায়ন করবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও কোরিয়ার পক্ষে ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত এ এইচ এম ঝিয়নসেং ডু স্বাক্ষর করেন। এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের আওতায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে ৮টি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। প্রকল্পগুলো হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থা সংক্রান্ত প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয়ে ১৭তলা নতুন ভবন নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ, বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ কোচ সংগ্রহ প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী নদীর উপর রেলব্রিজ নির্মাণ, মেরিন একাডেমি উন্নয়ন সংক্রান্ত প্রকল্প এবং নির্বাচিত উপজেলাসমূহে আইসিটি প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্প। -অর্থনৈতিক রিপোর্টার স্প্রেড হিসাবায়নে এসএমই ঋণকে অন্তর্ভুক্ত করার নির্দেশ ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) হিসাবায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণ অন্তর্ভুক্ত ছিল না। এ সুযোগে এসএমই ঋণে উচ্চসুদ আরোপ করছে, উদ্যোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক স্প্রেড নির্ধারণে এসএমই ঋণকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এতে এখন থেকে স্প্রেড নির্ধারণে ঝুঁকিপূর্ণ ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ব্যতীত অন্যান্য সব ঋণের সুদহার ও আমানত সংগ্রহের গড়ভারিত সুদহারের ব্যবধান নিম্নতর এক অঙ্ক তথা পাঁচ শতাংশে সীমিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা অনস্বীকার্য। জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। -অর্থনৈতিক রিপোর্টার
×