ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার প্রশংসায় জিদান

প্রকাশিত: ০৪:৪৪, ২০ নভেম্বর ২০১৫

গার্ডিওলার প্রশংসায় জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনাতেই নিজের জাত চিনিয়েছেন পেপ গার্ডিওলা। সাময়িক বিরতির পর বেয়ার্ন মিউনিখেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। গত মৌসুমে জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি ডিএফবি পোকাল ট্রফিটাও নিজেদের করে রেখেছে তারা। আর বেয়ার্ন মিউনিখের হয়ে গার্ডিওলার এমন পারফর্মেন্সে মুগ্ধ ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও। ফরাসী ফুটবলার জানান, গার্ডিওলা জার্মানিতে যাওয়ার পর থেকে বেয়ার্ন মিউনিখের কোন খারাপ ম্যাচ দেখেননি। তাই তার মতো একজন কোচকে পেয়ে জার্মানদের গর্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার। এ বিষয়ে জিনেদিন জিদান বলেন, ‘গার্ডিওলার অধীনে আমি চমকপ্রদ-অসাধারণ পর্যায়ের এক বেয়ার্ন মিউনিখকেই দেখছি। সে যখন থেকে বেয়ার্নে এসেছে তখন থেকে কোন খারাপ ম্যাচই দেখিনি আমি।’ বার্সিলোনায় চার বছর কাটিয়েছিলেন গার্ডিওলা। এই সময়ের মধ্যেই ক্লাবকে ১৬টি শিরোপা উপহার দেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে তার বার্সিলোনা পেয়েছিল তখন ভিন্ন গ্রহের ক্লাবের খেতাব। মেসি-ইনিয়েস্তাও তার অধীনে পরিপূর্ণ ফুটবলার হিসেবে গড়ে উঠেছিল। এর পেছনের কারণ হিসেবে জিদান মনে করেন গার্ডিওলা খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই বের করে আনতে পারেন। এ বিষয়ে জিদানের অভিমত হলো, ‘পেপ গার্ডিওলা শুধু যে খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটাই বের করে আনেন তা নয় বরং শিষ্যদের কাছ থেকে ১২০ ভাগ নিয়ে আসতে পারার কৌশলগত দক্ষতা রয়েছে। অসাধারণ এক ক্লাব কোচ পেয়ে জার্মানদের গর্ববোধ করা উচিত।’ ২০০৮-১২ সাল পর্যন্ত বার্সিলোনায় দারুণ উপভোগ্য সময় কাটানোর পর এক বছরের বিরতিতে যান গার্ডিওলা। ২০১৩ সালে বিরতি শেষে বেয়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। জার্মান লীগে বেয়ার্নকে সাফল্য এনে দিলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় কিন্তু সেভাবে মেলে ধরতে পারেনি। শেষ দুই আসরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বেয়ার্ন মিউনিখ। তবে জিনেদিন জিদানের বিশ্বাস ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেভারিয়ানদের মেলে ধরাটাও গার্ডিওলার কেবলই সময়ের ব্যাপার। এদিকে চলমান মৌসুম শেষেই বেয়ার্নের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে গার্ডিওলার। আর গার্ডিওলাকে পেতে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্লাব আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি পেতে চায় গার্ডিওলাকে। তবে বেয়ার্ন কর্তৃপক্ষ জানিয়েছে গার্ডিওলার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে।
×