ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নের সমাধি বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৪৭, ২০ নভেম্বর ২০১৫

স্বপ্নের সমাধি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কোয়ানটানে অনুষ্ঠিত (ছেলেদের) জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের যুবাদের। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তারা ৩-০ গোলে হেরে যায় জাপানের কাছে। এই জয়ে জাপান জায়গা করে নিল সেমিফাইনালে। এই হারের ফলে সেমিতে খেলার যে সুনীল স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেটি আর হয়ে ওঠেনি। যদিও টুর্নামেন্টের শুরুটা খুব ভাল হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই হেরে যায় পাকিস্তানের কাছে। তবে পরের দুই ম্যাচে ওমান ও শক্তিধর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টারের টিকিট পায় লাল-সবুজরা। স্বল্প সময়ের প্রস্তুতিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। অথচ এই ম্যাচ জিতে সেমিতে যেতে পারলে নিয়ম অনুযায়ী বাংলাদেশ যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারত। সেটি আর হল না! ম্যাচে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ২১ মিনিটে অধিনায়ক ওচিয়াই হিরোমাসার ফিল্ড গোলে এগিয়ে যায় জাপান। এরপর ৬৮ মিনিটে পেনাল্টি স্ট্রোকে দলকে ২-০ ব্যবধানে জাপানকে এগিয়ে নেন ইয়ামাদা সোতা। এর কয়েক সেকেন্ড পরেই আরেকটি ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-০ করেন তিনি। বাংলাদেশ আর শত চেষ্টাতেও একটিও গোল করতে পারেনি। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। ভারত স্বাগতিক হওয়ায় যুব এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছান অপর ৩টি দল এই আসরের ছাড়পত্র পাবে। সেই হিসেবে জাপানকে হারাতে পারলেই বিশ্বকাপ খেলার স্বপ্নটা পূরণ হত বাংলাদেশের। কিন্তু জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল মাহবুব হারুনের শিষ্যদের।
×