ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনজারে ইয়াজিদি নারীদের দুটি গণকবরের সন্ধান

প্রকাশিত: ০৬:০০, ২০ নভেম্বর ২০১৫

সিনজারে ইয়াজিদি নারীদের দুটি গণকবরের সন্ধান

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখল করা সিনজার শহরের কাছে ইয়াজিদি নারীদের দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে উত্তর-পশ্চিম ইরাকের এই গণকবর দুটিতে ইয়াজিদি সম্প্রদায়ের লোকদের দেহাবশেষ রয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। সিনজারের পশ্চিমে সন্ধান পাওয়া গণকবর দুটির একটিতে ৭০ জনের বেশি নারীর মৃতদেহ পাওয়া যায়। এরা সবাই বেশি বয়সের নারী। অপর গণকবরটিতে পাওয়া যায় ৬০ জনের মৃতদেহ। বিয়ের সবাই যমজ মজার বিয়েই বটে। সব যমজ। পাত্র যমজ এবং পাত্রীও যমজ। শুধু তাই নয়, যারা কন্যা সম্প্রদান করলেন তারা যমজ, যারা বিয়ে দিলেন, তারা যমজ এবং বিয়ের আসরের বরের সহযাত্রী বালকরাও যমজ! এমনই এক মজার বিয়ের অনুষ্ঠান হয়েছে ভারতের কেরালায় ত্রিশূরের সেন্ট জেভিয়ার্স চার্চে -জি নিউজ নাসার কেমিক্যাল ল্যাপটপ এই মহাবিশ্বের বাইরে অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, তার প্রমাণ সংগ্রহে কেমিক্যাল ল্যাপটপ তৈরি করেছে নাসা। তবে এটি সাধারণ ল্যাপটপের মতো নয়, গবেষণাগারের ক্ষুদ্র সংস্করণ। শুধু এ্যামাইনো এ্যাসিড নয়, ফ্যাটি এ্যাসিড থাকলেও তা চিহ্নিত করতে সক্ষম এই ল্যাপটপ। প্রাণের অন্যতম দুটি উপাদান হলো এই দুটি এ্যাসিড। -ওয়েরসাইট
×