ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় লালন উৎসব শুরু

প্রকাশিত: ১৮:৩৩, ২০ নভেম্বর ২০১৫

পাবনায় লালন উৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ দু’ দিনব্যাপী লালন উৎসব আজ শুক্রবার শুরু হয়েছে। লালন স্মৃতি পরিষদ পাবনার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন, শিল্পপতি কবি সোহানী হোসেন। উৎসবের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে উৎসবে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, কমরেড জসিম উদ্দিন মন্ডল, পুলিশ সুপার আলমগীর কবির, শিল্পপতি রহুল আমিন বিশ্বাস রানা। মুখ্য আলোচক ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মনোয়ার হোসেন জাহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে লালনগীতি পরিবেশন করেন, ফরিদা পারভীন। শনিবার সমাপনী দিবসে প্রধান ও বিশেষ অতিথি থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। মুখ্য আলোচক থাকবেন লালন গবেষক আবদেল মান্নান। সমাপনী দিবসে কিরণচন্দ্র রায় ও চন্দন মজুমদার লালনগীতি পরিবেশন করবেন।
×