ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:০৮, ২০ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে হত্যা মামলার স্বাক্ষীকে হত্যায় সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠির আলোচিত রিপা হত্যা মামলার স্বাক্ষী লুৎফুননেছা ওরফে আল্লাদী বেগমকে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে নিহত গৃহবধুর স্বামী মো: ফারুক হাওলাদার। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে ফারুক হাওলাদারের পক্ষে তার কন্যা ফারজানা আক্তার পাখি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে দাবী করা হয় আল্লাদী বেগম হত্যার পরে আসামী পক্ষ সংবাদ সম্মেলন সহ বিভিন্ন সংবাদ প্রকাশ করে এই হত্যা ঘটনার আড়াল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৫ নভেম্বর দিবাগত রাতে পূর্ব পরিকল্পিত ভাবে হাচান মল্লিক ও তার সহযোগী ছাইদুল হাওলাদার আলতাফ মল্লিক, শফিকুল ইসলাম, রুহুল আমিন, মাজেদা খাতুন, ডালিয়া মাহমুদ ও খুশি বেগম সহ আল্লাদী বেগমকে শ্বাশ রোধ করে হত্যা করে। এ ব্যাপারে ফারুক হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছে। ২০১২ সালের ১০ মার্চ দিবাগত রাতে হাচান মল্লিকের পূত্র ইব্রাহীম ও তার সহযোগীরা একত্রিত হয়ে তার স্ত্রীর বড় ভাই মো: হানিফ মল্লিকের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী রিপা আক্তারকে ধর্ষন করে নৃশংসভাবে হত্যা করে। এই মামলায় স্বাক্ষী গ্রহণ শুরু হয়েছে। আসামীরা স্বাক্ষীদের বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দিয়ে স্বাক্ষ্য প্রদানে বাধার সৃষ্টি করছে। লুৎফুন নেছা ওরফে আল্লাদী বেগমকেও হত্যার পূর্বে স্বাক্ষ্যদিনে নিষেধ করা হয়েছিল। রিপা হত্যা মামলার আসামীরাই আল্লাদী বেগমকে হত্যা করেছে। সংবাদ সম্মেলনে ফারুক হাওলাদার ও তার ছেলে মো: রানা, আ: ওয়াজেদ এবং শ্যালক লোকমান মল্লিক উপস্থিত ছিলেন।
×