ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে রুপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ

প্রকাশিত: ২১:১০, ২০ নভেম্বর ২০১৫

ঝালকাঠিতে রুপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠিতে প্রতারণার মামলায় মো: রমিজ মল্লিক গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মোসা: কামরুন্নাহার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি থানায় প্রতারণার মামলা করেছে। মো: রমিজ মল্লিক, সাথী বেগম ও রুপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল হোসেনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এরা ৩ জন মিলে কামরুন্নাহার সহ কতিপয় সদস্যদের কাছ থেকে ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাম এলাকায় মানুষদেরকে জলবায়ু পরিবর্তন বিষয় গাছের মালিকদের প্রতি মাসে ২০০ টাকা করে এবং এই টাকা আদায়ের ক্ষেত্রে কর্মীদেরকে মাঠ কর্মী হিসাবে ৬ হাজার টাকা বেতন ভাতা দেওয়ার শর্তে কতিপয় মাঠ কর্মী নিয়োগ করে জুন’২০১৫ থেকে এ পর্যন্ত ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। গাছের মালিকদের কাছ থেকে এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য সাড়ে ৩ শত টাকা করে আদায় করা হয়েছে।
×