ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়াকে আলোচনার প্রস্তাব উ. কোরিয়ার

প্রকাশিত: ২১:৩৭, ২০ নভেম্বর ২০১৫

দ. কোরিয়াকে আলোচনার প্রস্তাব উ. কোরিয়ার

অনলাইন ডেস্ক ॥ উত্তর কোরিয়া আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কার্যকর পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে। দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে এ প্রস্তাব দেয়া হয়েছে। গত আগস্টে প্রতিদ্বন্দ্বী দুই দেশ একটি উচ্চ পর্যায়ের আলোচনার ব্যাপারে একমত হয়। উ. কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কোরিয়ার শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ কমিটি সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে আগামী ২৬ নভেম্বর প্রাথমিক আলোচনার প্রস্তাব দিয়ে সিউলের কাছে একটি নোটিশ পাঠিয়েছে। সিউলের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এটি গ্রহণ করে বলেছে, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবরে একই ধরণের কার্যকর বৈঠকের প্রস্তাব পিয়ংইয়ংয়ের কাছে পাঠিয়েছিল সিউল। তবে পিয়ংইয়ং এখন পর্যন্ত তাতে কোন সাড়া দেয়নি। গত আগস্টে সীমান্তে সামরিক উত্তেজনা জোরদারের পর দুই কোরিয়া একটি উচ্চ পর্যায়ের আলোচনার অঙ্গীকারসহ একটি চুক্তিতে উপনীত হয়েছিল।
×