ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে ধানের বীজ ও চারা

প্রকাশিত: ২৩:২৬, ২০ নভেম্বর ২০১৫

লালমনিরহাটের  সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে ধানের বীজ  ও চারা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার দৈইখাওয়া, ভোটমারী, মোগলহাট, দূর্গাপুর ও জোংড়া সীমান্ত দিয়ে বিদেশ থেকে আমদানী করা উচ্চ ফলনশীল হাইব্রিডজাতের ধানের বীজ ও চারা ভারতে পাচার হয়ে যাচ্ছে। বিনিময়ে আসছে ফেন্সিডিল, গাঁজা ও মদ। একশ্রেনির চোরাকারবারীরা এই উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ভারতে পাচার করে দিচ্ছে। ভারত সরকার চীন হতে কোন পন্য আমদানী করে না। ফলে চীনের উদ্ভাবনী সুপার হাইব্রিডজাতের ধানের বীজ ভারতে পাওয়া যায় না। ভারত চোরাকারবারীদের মাধ্যমে বাংলাদেশ হতে এই ধানের বীজ সংগ্রহ করছে।
×