ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁর স্বপন কবিরাজকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ২৩:৫৬, ২০ নভেম্বর ২০১৫

নওগাঁর  স্বপন কবিরাজকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দ নারায়নপুর গ্রামের সেই আলোচিত পল্লী চিকিৎসক এলাকার লোকজনের কাছে ভন্ড কবিরাজ হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম স্বপনকে ৬ মাসের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে বুধবার রাতে মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট একেএম তাসকির উজ জামান তাকে এই দন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন। ওইদিন দুপুরে নওগাঁর সিভিল সার্জন ডাঃ.একেএম মোজাহার হোসেন বুলবুল পুলিশের সহযোগিতায় কথিত কবিরাজ খ্যাত ওই পল্লী চিকিৎসককে তার আস্তানা খোর্দ্দনারায়নপুর গ্রামের মাজার প্রাঙ্গন থেকে ভুয়া চিকিৎসা, ঝাড়-ফুঁক দেয়ার সময় হাতেনাতে আটক করেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম তাসকির উজ জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাঙ্গীর আলম স্বপন কবিরাজকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড- এবং ৩ হাজার টাকা জরিমানা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
×