ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ২৩:৫৯, ২০ নভেম্বর ২০১৫

আর্জেন্টিনায় উত্তেজনার মধ্যদিয়ে শেষ হলো নির্বাচনী প্রচারণা

অনলাইন ডেস্ক ॥ আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথমবারের মতো দ্বিতীয় দফার ভোটের কয়েক সপ্তাহের প্রচারণা শেষ হয় বৃহস্পতিবার। এ সময় অনুষ্ঠিত সমাবেশে হৈ হট্টগোল হয়। এ নির্বাচনে ব্যবসা বান্ধব দক্ষিণ পন্থীরা বিজয়ী হয়ে বাম পন্থী সরকারের ১২ বছরের শাসনের অবসান ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডানপন্থী প্রার্থী মরিসিও ম্যাক্রি সমর্থকদের সামনে হাজির হওয়ার আগে অ্যান্ডেজে একটি অনুষ্ঠানে যোগ দেন। জরিপে দেখা যায়, উদার অর্থনীতিতে বিশ্বাসী ম্যাক্রি রোবারের এ নির্বাচনে বিজয়ী হতে পারেন । তার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল স্কিওলি বুয়েন্স আয়ার্স প্রদেশে তার শক্তিশালী ঘাঁটিতে সমর্থকদের নিয়ে সমাবেশ করেন। স্কিওলি আর্জেন্টিনার বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা কিচনারের মিত্র প্রার্থী।
×