ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

প্রকাশিত: ০০:০০, ২০ নভেম্বর ২০১৫

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

বাকৃবি সংবাদদাতা, ময়মনসিংহ ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় জিমন্যাসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযেগিতার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জমিসউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাকির হোসেন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুকুমার সাহা প্রমূখ। রাউন রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে দেশে ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছেন। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। আগামীকাল রবিবার ফাইনাল খেলা পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে।
×