ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা -মুন্সীগঞ্জে সুকুমার এমপি

প্রকাশিত: ০০:০৩, ২০ নভেম্বর ২০১৫

উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা -মুন্সীগঞ্জে সুকুমার এমপি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকার এ খাতকে গুরত্বের সাথে বিবেচনায় রেখে যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশে আজ অজো পাড়া গাঁয়ে গেলেও দেখা যায় এই উন্নয়নের চিত্র। তিনি শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের হাষাড়া থেকে শৃধরপুর পর্যন্ত রাস্তায় কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সদক ও জনপথ বিভাগ এই ভবনটি নির্মান করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন, হাষাড়ার চেযারম্যান আহসান হাবিব প্রমুখ। পরে উপজেলার বাড়ৈখালীতে ২ কিেিলামিটার দীর্ঘ মদনখালী সেতু ও ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে মদনখালী রাস্তার উদ্বোধন করেন তিনি। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে আদর্শ ডিগ্রি (অনর্সি) কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সুকুমার এমপি।
×