ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজাহিদ-সাকার রায় দ্রুত কার্যকর ও জামাত-শিবির নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ০১:৪৯, ২০ নভেম্বর ২০১৫

মুজাহিদ-সাকার রায় দ্রুত কার্যকর ও জামাত-শিবির নিষিদ্ধের দাবি

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী মুজাহিদ-সাকা চৌধুরীর চূড়ান্ত রায় দ্রুত কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। হাজারীবাগ ঢাকা ট্যানারী মোড়ে আজ শুক্রবার ঢাকা দক্ষিণ-পশ্চিম জোন কমিটির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবী জানান। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একাত্তরে মুজাহিদ ও সাকা চৌধুরী মানবতার বিরুদ্ধে যে জঘণ্য অপরাধ সংগঠিত করেছিল, তাতে তাদের মৃত্যুদ- হবে, এটাই স্বাভাবিক। এই রায় ন্যায়বিচারের পক্ষে। এই রায়ের মধ্য দিয়ে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এই রায় সমগ্র দেশবাসীর প্রত্যাশিত ছিল। নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবিরকে অবিলম্বে নিষিদ্ধেরও দাবি জানান। জোন কমিটির সভাপতি দিলীপ বেপারীর সভাপতিত্বে সম্মেলনে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় নেতা শ্রমিক নেতা আব্দুল মালেক, ঢাকা দক্ষিণ-পশ্চিম জোন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত শফি কমল প্রমুখ বক্তব্য রাখেন।
×