ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে হার দিয়ে শুরু অনুর্ধ ১৯ ক্রিকেট দলের

প্রকাশিত: ০১:৫১, ২০ নভেম্বর ২০১৫

ভারতের কাছে হার দিয়ে শুরু অনুর্ধ ১৯ ক্রিকেট দলের

অনলাইন ডেস্ক ॥ স্বাগতিক ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ‍শুক্রবার প্রথম ওয়ানডেতে ভারতের কাছে ৮২ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে আগে ব্যাটিং করেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১৫৮ রান। সর্বোচ্চ ৩৪ রান করে করেছেন ওপেনার ওয়াশিংটন সান্দার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান জিসান আনসারি। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আবদুল হালিম ও সালেহ আহমেদ শাওন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের যুবারা। ২২ ওভারে মাত্র ৭৬ রানে তুলে অলআউট হয়েছে তারা। সর্বোচ্চ ২৬ রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সফিউল হায়াত। ভারতের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আবেশ খান। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন কানিশ সেত ও জিসান আনসারি। ত্রিদেশীয় এই যুব ওয়ানডে টুর্নামেন্টের অপর দলটি হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
×