ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুধার তাড়নায়

প্রকাশিত: ০৫:২৬, ২১ নভেম্বর ২০১৫

ক্ষুধার তাড়নায়

চরম দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব আর অধিক ভাল থাকার প্রত্যাশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসছে দরিদ্র মানুষ। ফলে ঢাকায় শুধু জনসংখ্যাই বাড়ছে নাÑ কর্মসংস্থানের সঙ্কটও সৃষ্টি হচ্ছে। পাশাপাশি উদ্বাস্তু ও বস্তি সমস্যা প্রকট আকারে দেখা দিচ্ছে। এজন্য মহানগরীতে ভাসমান ও ছিন্নমূল মানুষের আধিক্যও বেড়ে চলেছে। ছবির ভাসমান ক্ষুধার্ত শিশুরা ফেলে দেয়া ডাবের অংশবিশেষ তুলে খাচ্ছে। ছবিটি রায়ের বাজার বধ্যভূমি থেকে তোলা।Ñজনকণ্ঠ
×