ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বৃহত্তম হীরা

প্রকাশিত: ০৫:৩১, ২১ নভেম্বর ২০১৫

দ্বিতীয় বৃহত্তম হীরা

আফ্রিকার বতসোয়ানায় পাওয়া গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরক খ-। ১ হাজার ১১১ ক্যারট ওজনের এ হিরা পাওয়া গেছে রাজধানী গ্যাবোরন থেকে ৫শ’ কিলোমিটার উত্তরে কারোই খনিতে। এর আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় ৩ হাজার ১০৬ ক্যারটের হীরক খ-। এরপর এটাকেই এ যাবত আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম হীরা বলে জানিয়েছে লুকারা ডায়মন্ড ফার্ম। -বিবিসি
×