ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও শাহরুখ-কাজলের চমক

প্রকাশিত: ০৫:৩২, ২১ নভেম্বর ২০১৫

আবারও শাহরুখ-কাজলের চমক

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডে শাহরুখ খান-কাজল মানেই সার্থক রোমান্টিক জুটি। এ যাবত যে কয়টি চলচ্চিত্রে তারা অভিনয় করেছেন তার সব ক’টিই সফল হয়েছে। বিশেষ করে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ চলচ্চিত্রতো বলিউডে ইতিহাস হয়ে রয়েছে। তবে দীর্ঘ বিরতির পর রূপালী পর্দায় চোখে পড়ছে শাহরুখ খান-কাজল জুটিকে। আর ‘দিলওয়ালে‘ চলচ্চিত্রের মাধ্যমে ফিরেই একের পর এক চমক দিয়ে চলেছেন এই জুটি। আগামী ১৮ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে। শাহরুখ খান-কাজল ছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি শ্যানন, বোমান ইরানি, জনি লিভার প্রমুখ। জানা গেছে সম্প্রতি ‘দিলওয়ালে’ চলচ্চিত্রের প্রথম গান ‘গেরুয়া’ প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে হিন্দী চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল গান এটি। আইসল্যান্ডে চিত্রায়িত গানটিতে শাহরুখ-কাজলের অনন্য রসায়নের সঙ্গে চোখে পড়ে স্পেশাল ইফেক্টের অসাধারণ ব্যবহার। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, হিন্দী চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত কোন গানের দৃশ্যায়নে এত খরচ করা হয়নি। গানটিকে বিশেষ করে তোলার জন্য খরচ নিয়ে মাথা ঘামাননি প্রযোজক শাহরুখ কিংবা নির্মাতা রোহিত শেঠি। আর তাই আইসল্যান্ডের হিমায়িত প্রান্তর, দুর্গম পাহাড় চূড়া কিংবা প্লেনের ভগ্নাংশের ওপর অনায়াসে প্রেম করতে দেখা যায় শাহরুখ-কাজলকে। এক সূত্র বলছে, এই গানটির স্পেশাল ইফেক্টে নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে, যা আগে কখনও বলিউডে দেখা যায়নি। গানটির পেছনে অনেক খরচ করা হয়েছে যেন সবাইকে তাক লাগিয়ে দেয়া যায়। বাঙালী সঙ্গীত পরিচালক প্রীতমের সুরে ‘গেরুয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং অন্তরা মিত্র। গত ১৮ নবেম্বর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই গানটি দেখে ফেলেছেন ৩০ লাখেরও বেশি দর্শক। এদিকে ‘দিলওয়ালে’ চলচ্চিত্রের গেরুয়া গানের মুক্তি উপলক্ষে অন্যরকম এক তথ্য দিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কাজলকে আর যাই হোক, বন্ধু বলতে চান না! এমনকী, কেউ যদি ভুল করেও কাজলকে তাঁর বন্ধু বলেন, তবে তাতে রীতিমতো বাধা দিচ্ছেন শাহরুখ! শাহরুখের মতে, তাঁর আর কাজলের সম্পর্কটা আগে হয়তো ছিল বন্ধুত্বের পর্যায়েই। কিন্তু, অনেকগুলো চলচ্চিত্রে কাজ করতে করতে, এতগুলো বছর পেরিয়ে এসে তাঁদের আর নিছকই বন্ধু বলা যাবে না! ঊন্ধুত্ব ছাড়িয়ে অনেক বেশিই গভীর তাঁর আর কাজলের সম্পর্ক!
×