ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী চালকসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:৩৬, ২১ নভেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী চালকসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ মানিকগঞ্জে বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে ফরিদপুরের ব্যবসায়ীসহ চালক নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জে কারচালক, গাজীপুরে ভ্যানচালক, রূপগঞ্জে পথচারী ও কুড়িগ্রামে বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর/মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের ব্যবসায়ী নেতা হারুণ অর রশিদ (৫৫) এবং তার বহনকারী এ্যাম্বুলেন্সের চালক রাজু শেখ (২৪)। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া সড়কে ভাটবাউরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুণ অর রশিদ ফরিদপুর শহরের ঝিলটুলী মহলার মৃত সোবাহান সিকদারের ছেলে। হারুণ অর রশীদ ফরিদপুর তিতুমীর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ফরিদপুরের বেসরকারী হাসপাতাল ‘আরোগ্য সদন’ এর পরিচালক। জানা গেছে, পদ্মা লাইনের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে এ্যাস্বুলেন্সের সাথে সামনাসামনি সংঘর্ষ হলে এ্যম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফলে হারুণ অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এ্যাস্বুলেন্সের চালক রাজু শেখ আহত হয়। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চালককে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৩টায় চালকও মারা যায়। নিহত চালক রাজু শেখ ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের আকবর শেখের পুত্র। মুন্সীগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় রাকিবুল মোল্লা (৩০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলার বাউশিয়ার পাখি পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে প্রাইভেট কার চালক রাকিবুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা ৫ যাত্রী আহত হন। গাজীপুর ॥ কালিয়াকৈরে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ওই ভ্যান চালকের (২৭) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রূপগঞ্জ ॥ বাসচাপায় হারুন মিয়া (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহত হারুন মিয়া ওই এলাকার মৃত হামির উদ্দিনের ছেলে। কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলা সদরের বলদিটারী মোড়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে। স্থানীয়রা ঘাতক কোচটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।
×