ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স

প্রকাশিত: ০৫:৩৯, ২১ নভেম্বর ২০১৫

চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচ আগেই ব্রাজিলের লীগ শিরোপা জয়ের স্বাদ পেল করিন্থিয়ান্স। বৃহস্পতিবার সেরি আতে ভাস্কো দা গামার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। আর এই ড্রতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। অন্যদিকে সাও পাওলোর কাছে ৪-২ গোলে হেরে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মিনেইরো। ব্রাজিল লীগে তিন ম্যাচ বাকি থাকলেও ৭৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছিল করিন্থিয়ান্স। যে কারণে ভাস্কো দা গামার বিপক্ষে ড্রই শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। পয়েন্ট টেবিলের দু’য়ে থাকা মিনেইরোর বর্তমান পয়েন্ট ৬৫। এই নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো করিন্থিয়ান্স। এছাড়া কোচ টিটে গত চার বছরে ক্লাবটির হয়ে দ্বিতীয় শিরোপা জিতলেন। তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়ন উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে করিন্থিয়ান্স শিবির। এ বিষয়ে দলের এ্যাটাকিং মিডফিল্ডার জেডসন বলেন, ‘এই শিরোপা জয় মানে এমন কিছু যা আমি দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখতাম। এই লীগ শিরোপা জিতে আমি খুবই রোমাঞ্চিত। আমি এই শিরোপা আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’ এ সময় তিনি আরও বলেন, ‘করিন্থিয়ান্সে আমি ভালভাবেই শুরু করেছিলাম কিন্তু গত মৌসুমে কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। তবে স্বরূপে ফিরতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে টিটে সব সময়ই আমার ওপর বিশ্বাস রেখেছেন। এই দলটা অসাধারণ। আসলে শিরোপা জয়ের মতোই যোগ্য একটি দল।’ চলতি মৌসুমে করিন্থিয়ান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেডসন। ৩৩ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১৩ বার বল জড়িয়েছেন তিনি। এর আগে শাখতার দোনেস্কের হয়ে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লীগের শিরোপাও জিতেছিলেন জেডসন।
×