ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে জব ফেয়ার শুরু শনিবার

প্রকাশিত: ০৫:৪২, ২১ নভেম্বর ২০১৫

রাবিতে জব ফেয়ার শুরু শনিবার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে আগামী শনিবার ও রবিবার এ মেলা অনুষ্ঠিত হবে। মেলাটির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউসিসির সভাপতি সালেক আহামেদ সজীব বলেন, দেশের স্বনামধন্য প্রায় ২০টি কোম্পানি এ মেলায় অংশ নেবে। কোম্পানিগুলো সরাসরি শিক্ষর্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণ এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রদান করবে। মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তিনি আরও জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াছ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আমজাদ হোসেন এবং আরইউসিসির উপদেষ্টা কেএম সাব্বির হাসান ও অমিতাভ সাহা। এছাড়া মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন এবং ডিন্স কমপ্লেক্স কনফারেন্স রুমে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ৯টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলার আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতর। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ রাবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, আরইউসিসির সাধারণ সম্পাদক কাজী মাহমুদ দীপ, উপদেষ্টা মাসুমুল আজম প্রমুখ।
×