ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাকায় মেলে ড্রাগ লাইসেন্স

প্রকাশিত: ০৫:৪২, ২১ নভেম্বর ২০১৫

টাকায় মেলে ড্রাগ লাইসেন্স

বরগুনার অনেকেই ৭-৮ বছর আগে ঢাকা ও বরিশাল ড্রাগ সুপারের কার্যালয় থেকে অনেকে মোটা অঙ্কের আর্থিক লেনদেনে ড্রাগ লাইসেন্স যোগাড় করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একজন ওষুধ ব্যবসায়ী বলেন, বর্তমানে পটুয়াখালীতে ড্রাগ সুপারের কার্যালয় স্থাপিত হয়েছে। একই প্রক্রিয়ায় পটুয়াখালী ড্রাগ সুপারের কার্যালয়ে এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে কোন প্রকার ফার্মাসিস্ট সনদ ছাড়াই ড্রাগ লাইসেন্স সংগ্রহ করা হয়। একই উপায়ে আবার জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ড্রাগ সুপারের কার্যালয় থেকে কিছু লাইসেন্স যোগাড় হয়। বরগুনা সিভিল সার্জন ডাক্তার রুস্তুম আলী বলেন, মূলত ওষুধ নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে সরকারের ওষুধ প্রশাসন বিভাগ কাজ করে থাকে। একজন ওষুধ পরিদর্শক ওষুধ ব্যবসা দেখাশোনা করার দায়িত্বে রয়েছেন। বরগুনায় ওষুধ ব্যবসার এমন পরিস্থিতি সম্পর্কে তিনি ওষুধ প্রশাসনকে জানানোর আশ্বাস দেন। Ñনিজস্ব সংবাদদাতা, বরগুনা
×