ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইলের ক্ষতির দিকটা দেখিয়ে পুরস্কার পেলেন জুহি

প্রকাশিত: ১৯:৪৭, ২১ নভেম্বর ২০১৫

মোবাইলের ক্ষতির দিকটা দেখিয়ে পুরস্কার পেলেন জুহি

অনলাইন ডেস্ক ॥ ইন্দিরা গাঁধীর ৯৮তম জন্মদিনে তাঁরই নামাঙ্কিত পুরস্কার পেলেন জুহি চাওলা! মোবাইল ফোন যে রশ্মি বিকিরণ করে, তার ক্ষতির দিকটা ধরিয়ে দিয়ে! অবশ্য, ইন্দিরা গাঁধী স্মারক পুরস্কার শুধু এই দিকটাই নয়, নায়িকার সমাজসেবার প্রতিটি উদ্যোগকেই কুর্নিশ করেছে। বিগত বেশ কয়েক বছর ধরে সিনেমার চেয়ে সমাজসেবাকেই প্রাধান্য দিয়েছেন জুহি। এত দিনে মিলল সেই কাজের উপযুক্ত সম্মান। জুহির সমাজসেবার তালিকায় সবার প্রথমেই রয়েছে মোবাই রেডিয়েশনের ক্ষতির দিকটা সম্পর্কে মানুষকে অবহিত করা! “ডিজিটাল এই সমাজে এখন প্রায় প্রতিটি মানুষেরই হাতে হাতে ঘোরে মোবাইল ফোন। অনেকেই এক লহমার জন্যও কাছ ছাড়া করতে চান না সাধের ফোনটাকে। এখনই যদি এই বিষয়ে সচেতন হওয়া না যায়, তবে প্রকৃতি এবং মানুষের স্বাস্থ্য ভবিষ্যতে ভীষণ ভাবেই ক্ষতিগ্রস্ত হবে”, বলছেন নায়িকা! স্বাভাবিক ভাবেই তাই এই ব্যাপারটা নিয়ে কাজ করা ছিল চ্যালেঞ্জের মতো! কিন্তু, নায়িকা পিছিয়ে আসেননি! শহরে, গ্রামে ঘুরে অক্লান্ত প্রচার চালিয়েই গিয়েছেন। এ ছাড়াও থ্যালাসেমিয়া-আক্রান্ত শিশুদের জন্যও কাজ করেছেন জুহি চাওলা। পুরস্কার পেয়ে জুহিও আনন্দিত! তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন মন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। অনিতা ডোংরের ডিজাইন করা সাবেকি ভারতীয় লাল পোশাকে জুহির মুখে উপচে পড়ছিল সেই খুশি! সূত্র : আনন্দবাজার পত্রিকা
×