ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এল ক্লাসিকোতে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ১৯:৫০, ২১ নভেম্বর ২০১৫

এল ক্লাসিকোতে কড়া নিরাপত্তা

অনলাইন ডেস্ক ॥ প্যারিস হামলার রেশ কাটেনি।এখনও ইউরোপ জুড়ে ব্যাপাক উত্তেজনা৷ বাতিল হয়ে গিয়েছে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ৷ কিন্তু আজ কী হবে? ওই দিন স্প্যানিশ লিগের ডার্বিতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ৷ রোনালদো-মেসির দ্বৈরথ ছাপিয়ে গোটা মাদ্রিদ জুড়েই নিরাপত্তা নিয়ে আলোচনা৷ কোনওভাবেই যেন জঙ্গিরা এই ম্যাচকে টার্গেট না করে, তারজন্য যাবতীয় ব্যবস্হা নিতে বিন্দুমাত্র কসুর করছেন না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা৷ ফলে ফুটবলকে ছাপিয়ে এখন আতঙ্কই জায়গা নিয়েছে ইউরোপের ফুটবল মহলে৷ বিশ্বের অন্যতম সেরা ফুটবল ম্যাচ দেখবেন প্রায় পাঁচশো মিলিয়ন দর্শক৷ দু'মাস পর মেসি চোট কাটিয়ে মাঠে ফিরছেন৷ তাকে দেখার বাড়তি আগ্রহ থাকবেই৷ ফলে টিভি এবং মাঠের দর্শক মিলিয়ে পাঁচশো মিলিয়ন মানুষ এই ম্যাচ প্রত্যক্ষ করবেন৷ ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হবে দর্শকদের নিরাপত্তার জন্য৷ এছাড়াও সান্তিয়াগো বার্নাবিউতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে৷ স্পেনের সংগঠকরা জানাচ্ছেন, এল ক্লাসিকো বাতিলের কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই৷ নিরাপত্তা ব্যবস্হা সুনিশ্চিত করা হয়েছে৷ স্টেডিয়ামে মাছি গলার মতো পরিস্হিতি নেই৷ তাঁদের বিশ্বাস, এই ম্যাচ ভালভাবেই আয়োজন করা যাবে৷ বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তা এই ম্যাচ নিয়ে বলেছেন, "যারা ক্রীড়াক্ষেত্রে হামলা করে, তাদের লজ্জা হওয়া উচিত৷ শুধু ক্রীড়াক্ষেত্র কেন, কোথাও এই ধরনের ঘটনা ঘটানো উচিত নয়৷ মানুষের প্রাণহানি যারা চায়, তাদের কোনওভাবেই ক্ষমা করা উচিত নয়৷ আশা করছি, সামনের ম্যাচে এই ধরনের কোনও ঘটনাই ঘটবে না৷ আমরা যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি৷"
×