ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শণ করেছেন পুলিশের আইজিপি

প্রকাশিত: ২০:২১, ২১ নভেম্বর ২০১৫

পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শণ করেছেন পুলিশের আইজিপি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, পদ্মা সেতুকে অগ্রাধিকার দিয়ে বিদেশীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেতুতে কর্মরত দেশি বিদেশীরা স্বস্তি ও শান্তিতে আছে। তারা কোন উদ্বেগ উৎকন্ঠায় নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমান পুলিশ, পুলিশ ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে। যেখানে তারা সমস্যা বোধ করবে সেখানেই পুলিশ তাদের সহযোগিতা করবে। পদ্মা সেতুর কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। শনিবার সকালে পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকা পরিদর্শণের শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতুর পিডি সফিউর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহাফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি এসআরএন্ডএম মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পিআইজি (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ পুলিশের সকল কর্মকতারা।
×