ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোরে নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে

প্রকাশিত: ২০:৫৬, ২১ নভেম্বর ২০১৫

ভোরে নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে

অর্থনৈতিক রিপোর্টার॥ আগামীকাল রবিবার ভোরের দিকে নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ শনিবার সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে যা ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে যা ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৮ মিনিটে। ##
×