ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজে রজত জয়ন্তী উৎসব পালিত

প্রকাশিত: ২২:১৩, ২১ নভেম্বর ২০১৫

পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজে রজত জয়ন্তী উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ পার্বতীপুরের ভবানীপুর ডিগ্রি কলেজে রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে।এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান । তিনি তার বক্তব্যে বলেছেন, এলাকা, সমাজ, জাতি ও দেশের উন্নয়ন করতে হলে শিক্ষার বিকল্প নেই । সকলের প্রচেষ্টায় শূন্য অবস্থা থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ভাল অবস্থায় উন্নীত হয়েছে। আরও উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। লেখা পড়ার মানের উপর গুরুত্ব দিতে হবে। শুরু থেকে এ প্রতিষ্ঠানটির উপর তার নজর রয়েছে। আগামীতেও প্রতিষ্ঠানটির ব্যাপারে সাধ্যমত সবকিছু করবেন বলে আশ্বাস দেন। মন্ত্রী ছাড়াও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলার সাবেক ডিসি, অতিরিক্ত সচিব আলহাজ্ব এম সাখাওয়াত হোসেন,সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মুত্তালিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউএনও তরফদার মাহমুদুর রহমান ,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক প্রমূখ উপস্থিত ছিলেন ও তারা বক্তব্য দেন । অনুষ্ঠানে কলেজের শুভাকাঙ্খী, প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারন করে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান।
×