ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ধর্মের ইতিবৃত্ত ও মর্মবাণী বইয়েরপ্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ২৩:০৭, ২১ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় ধর্মের ইতিবৃত্ত ও মর্মবাণী বইয়েরপ্রকাশনা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সুলতান উদ্দিন আহমেদ রচিত ‘ধর্মের ইতিবৃত্ত ও মর্মবাণী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মশিয়ার রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, আনিছুল হক দুলু, প্রকাশক আবু রায়হান চাকলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যকার শাহ আলম বাবলু, প্রভাষক সেলিনা সুলতানা বিথী, কবি অঞ্জলী রানী দেবী প্রমুখ। বইটির ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, বইটি সব ধর্মের কথা থাকায় সংরক্ষন করার মতো বই। তারা বইটির ভূয়সী প্রশংসা করেন এবং বইটির বহুল প্রচার কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিটু রশিদ।
×