ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কীটনাশক ছাড়াই জৈব সার প্রয়োগ করে পটল চাষে সাফল্য

প্রকাশিত: ২৩:১০, ২১ নভেম্বর ২০১৫

গাইবান্ধায় কীটনাশক ছাড়াই জৈব সার প্রয়োগ করে পটল চাষে সাফল্য

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলার চরাঞ্চলসহ সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সদর ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ বছর রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব সার প্রয়োগ করে পটল চাষের ব্যাপক আবাদ হয়েছে। জৈব সার প্রয়োগ করায় এ বছর পটলের পচন রোগের ব্যাপকতা দেখা দেয়নি। বিশেষ করে ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের কালাসোনার চর পটল চাষীরা রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করে শুধুমাত্র জৈব সার প্রয়োগ এবং বালাই দমন ব্যবস্থাপনার আওতায় পটল চাষে সার্বিক সাফল্য অর্জন করেছে বলে জানা গেছে। জেলার ফুলছড়ি উড়িয়া ইউনিয়নের কালাসোনার চরসহ অন্যান্য চরাঞ্চলসহ ও কঞ্চিপাড়া, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাহাটা, মালিবাড়ি, সাদুল্যাপুরের খোর্দ্দকোমরপুর, ধাপেরহাট, সুন্দরগঞ্জের সীচা, পাঁচপীর, ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলেরহাটসহ বিভিন্ন এলাকায় এ বছর পটলের আবাদ হয়েছে বেশি। তবে চরাঞ্চলগুলোতে ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া, পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কৃষকরা অপেক্ষাকৃত কম জমিতে এ বছর পটল চাষ করেছে বলে জানা গেছে।
×