ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে দু’মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি ॥ মামলা দায়ের

প্রকাশিত: ২৩:১৫, ২১ নভেম্বর ২০১৫

বরিশালে দু’মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি ॥ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাঁদাবাজি, প্রতারনা, অন্যের জমিদখলসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় রাজাকার পুত্র কর্তৃক সহদর দুই বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের। ওই গ্রামের মৃত হামিদ বেপারীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আকবর আলী বেপারী ও আক্কেল আলী বেপারী অভিযোগ করেন, একই গ্রামের ১৯৭১ সালের চিহ্নিত রাজাকার হায়দার আলী বেপারীর পুত্র ইমান আলী তার কতিপয় সহযোগীকে নিয়ে দীর্ঘদিন থেকে সরকারি টিউবওয়েল, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার এবং বেকার যুবকদের বিদেশ পাঠানোসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এলাকার নিরিহ জনসাধারনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও অন্যের জমি দখলের নামে ইমান ও তার সহযোগীরা বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে অতিসম্প্রতি মুক্তিযোদ্ধা আকবর আলী ও আক্কেল আলী ভূক্তভোগী গ্রামবাসীকে সাথে নিয়ে ইমান আলীকে শ্বাশিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে মুক্তিযোদ্ধা দু’সহদরকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা আকবর আলী বেপারী বাদি হয়ে বরিশাল অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ইমান আলীসহ তার আট সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেন।
×