ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেড়’শ বছরের বিরোধ মীমাংসা

প্রকাশিত: ২৩:২৪, ২১ নভেম্বর ২০১৫

দেড়’শ বছরের বিরোধ মীমাংসা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের প্রভাবশালী সরকার ও কান্ডা বংশের ১৭ একর সস্পত্তি নিয়ে দেড়’শ বছরের পুরনো বিরোধ নিস্ফত্তি হয়েছে শুক্রবার রাতে। রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের নেতৃত্বে বাটরা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সাবেক শিক্ষক গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিরোধ নিরসনে টানা ছয় ঘন্টা বৈঠক শেষে পুরনো এ বিরোধের নিস্ফত্তি হয়। এরপূর্বে প্রভাবশালী নলিনী রঞ্জন সরকার ও সুরেন কান্ডার ঠাকুর দাদার আমল থেকে চলমান বিরোধ নিয়ে অসংখ্য মামলা ও হামলার ঘটনা ঘটেছে। ওইবিরোধ মীমাংসার জন্য ২৫ বার সালিশ বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। শুক্রবার রাতের বৈঠকে উভয়বংশের লোকজনে মালিকানার স্বত্ত বিবেচনা ও মানবিক বিবেচনায় বিরোধীয় সম্পত্তি সমান অংশে বন্টন করে নেয়ার অঙ্গিকার করেন। পুরনো বিরোধ ভুলে উভয়বংশের লোকজনে এখন থেকে একসাথে বসবাস করারও ঘোষণা করেন। বৈঠকে রাজিহার ইউনিয়ন আ’লীগের সভাপতি বিজয় কৃষ্ণ রায়, বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস, প্রবীণ ব্যক্তিত্ব হরে কৃষ্ণ হালদার, সমাজ সেবক তরু হালদার, তমাল বাড়ৈ, তপন শীলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
×