ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমতলীতে ইউপি সংযোগ সড়কের কাজ ৫ বছরেও শুরু হয়নি

প্রকাশিত: ২৩:৫১, ২১ নভেম্বর ২০১৫

আমতলীতে ইউপি সংযোগ সড়কের কাজ ৫ বছরেও শুরু হয়নি

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপি সংযোগ সড়কের এক কিলোমিটার ও ওই সড়কের কালভার্ট সংস্কার কাজ পাঁচ বছর ধরে পড়ে আছে। দরপত্র আহবানের পাঁচ বছর পেরিয়ে গেলেও ঠিকাদার রহস্য জনক কারনে এখনো কাজ শুরু হয়নি। এতে ওই এলাকার ৮ গ্রামের ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ সূত্রে জানাগেছে, ২০১০-২০১১ অর্থ বছরে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউপি সংযোগ সড়কের যুগল ধোপার বাড়ী হতে শিকদার বাড়ী পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং ও চাউলা খালের উপর নির্মিত কালভার্টের সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৫০ হাজার টাকা। কাজ পায় তরুন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ রহস্য জনক কারনে গত ৫ বছরে শুরুই করেনি। ভুক্তভোগীরা অভিযোগ করেন ঠিকাদার মাওলানা আলাউদ্দিন মিয়া কাজ না করে ফেলে রেখেছে। ওই সড়ক ও কালভার্ট দিয়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পরেছে। কালভার্টের উপরে সিমেন্টের শ্লাপ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। এ সড়ক ও কালভার্ট সংস্কার কাজ না করায় ওই এলাকার চাউলা, আঠারোগাছিয়া, শাখারিয়া, কেওয়াবুনিয়া, খাকদান, গেরাবুনিয়া, গোডাঙ্গা ও সোনাখালী গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
×