ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিনা হত্যাকাণ্ড ॥ স্টার ইন্ডিয়ার সাবেক প্রধান নির্বাহী গ্রেফতার

প্রকাশিত: ২৩:৫৪, ২১ নভেম্বর ২০১৫

শিনা হত্যাকাণ্ড ॥ স্টার ইন্ডিয়ার সাবেক প্রধান নির্বাহী গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ সৎমেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের মিডিয়া মুঘল পিটার মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। বিবিসি বলছে, বৃহস্পতিবার রাতে পিটারকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমা মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের সাবেক প্রধান নির্বাহী ছিলেন পিটার। ভারতে আলোড়ন তোলা ঘটনা শিনা বোরা হত্যাকাণ্ড। নিহত শিনাকে প্রথমে পিটারের শ্যালিকা বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, শিনা পিটারের সৎ মেয়ে। গ্রেফতারের আগে থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন পিটার। এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে ইন্দ্রানি মুখোপাধ্যায়ের নাম করেছে পুলিশ। তিনি নিহত শিনার মা ও পিটারের বর্তমান স্ত্রী। শিনা হত্যাকাণ্ডে সন্দেহভাজন সহ-ষড়যন্ত্রকারী হিসেবে ইন্দ্রানীর প্রথম স্বামী সঞ্জীব খান্না ও সহযোগী হিসেবে ইন্দ্রানীর সাবেক গাড়িচালক শ্যাম রাইকেও গ্রেফতার করেছে পুলিশ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর কর্মকর্তারা জানিয়েছেন, শিনার খুনের বিষয়ে পিটার আগে থেকেই জানতেন, তদন্তে এ বিষয়ে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এই খুনের ঘটনায় পরিচয় লুকানো, অভিযোগ ও পাল্টা অভিযোগে ভারতীয় গণমাধ্যমগুলো কয়েক সপ্তাহ ধরে সরগরম হয়ে আছে।
×