ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অক্টোবরে সব দেশ থেকে প্রবাসী আয় কমেছে

প্রকাশিত: ০০:০৬, ২১ নভেম্বর ২০১৫

অক্টোবরে সব দেশ থেকে প্রবাসী আয় কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা ২৮৭ কোটি ৮৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশ থেকে ২১৫ কোটি ১২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। তবে একক মাস হিসেবে অক্টোবরে সব দেশ থেকে রেমিট্যান্স কমেছে। বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক রেমিট্যান্স প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম চার মাসে প্রবাসীরা মোট ৫০৩ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর মধ্যে জুলাইতে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৭৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স পাঠানো হয়। এরপরে আগস্টে সেটা কমে ৬৮ কোটি ৫৮ লাখে দাঁড়ায়। পরের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। ওই মাসে প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ থেকে ৭৬ কোটি ৫৭ লাখ ডলারের সমপরিমাণ অর্থ রেমিট্যান্স এদেশে পাঠায়। কিন্তু অক্টোবরে সেটা কমে ৬৪ কোটি ২৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। বরাবরের মতোই রেমিট্যান্সে শীর্ষে রয়েছে সৌদি আরব। চার মাসে এদেশ থেকে মোট ১০২ কোটি ৫২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। সৌদির পরেই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৮৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরপরেই প্রবাসীরা কুয়েত থেকে ৩৩ কোটি ৮০ লাখ, ওমান থেকে ৩১ কোটি, বাইরাইন থেকে ১৮ কোটি ৯ লাখ ও কাতার ১১ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। অন্যদিকে একই সময়ে অন্যান্য দেশগুলো থেকেও রেমিট্যান্সের পরিমাণ কমেছে। অর্থবছরের চার মাসে মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ৮৫ কোটি ৯৮ লাখ ডলার। একই সময়ে যুক্তরাজ্য থেকে এসেছে ২৮ কোটি ৭৯ লাখ ডলার। এছাড়া মালয়েশিয়া থেকে ৪৩ কোটি ৮১ লাখ, সিঙ্গাপুর থেকে ১২ কোটি ৪৫ লাখ, ইতালি থেকে ১২ কোটি ৯ লাখ ও অন্যান্য দেশ থেকে ২৫ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এসব দেশ থেকে সেপ্টেম্বরে ৫৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স আসলেও অক্টোবরে সেটা কমে ৪৫ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানি কমে যাওয়া, সে দেশগুলোতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানিতে অনীহাসহ বিভিন্ন কারণে রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক ধারায় রয়েছে। গত দুই মাসে কাঙ্ক্ষিত পরিমাণের রেমিট্যান্স দেশে এসেছিল, সে হিসেবে অক্টোবরে কিছু কমেছে।
×