ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাজক ও পাদ্রী হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০২, ২২ নভেম্বর ২০১৫

যাজক ও পাদ্রী হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ দেশে খ্রীস্টান ধর্মযাজক ও পাদ্রীদের হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশের খ্রীস্টান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন চার্চের পাঁচ পাদ্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে দিনাজপুরে বিদেশী পুরোহিত ডাক্তার ফাদার পিয়ারো পারোলারি, পিমেকে ও ঈশ্বরদী পাবনার পালক লূক সরকারকে হত্যার চেষ্টা করা হয়। দেশের খ্রীস্টান ধর্মযাজক, পাদ্রীসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। শনিবার বেলা এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, দি খ্রীস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, দি খ্রীস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মিঃ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কারিতাস বাংলাদেশের সিআইডি’র পরিচালক থিওফিল নকরেক, দি মেট্রোপলিটন কো অপারেটিভ হাউজিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মিঃ অনিল লিও কস্তা, সিস্টার রেবা ভেরোণিকা প্রমুখ। যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রী অর্জনকারীদের জন্য ক্যারিয়ার সামিট বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানে যুক্তরাজ্য থেকে স্থাতক ডিগ্রী অর্জনকারীদের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘ক্যারিয়ার সামিট-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিলের ফুলাররোডের কার্যালয়ে অনুষ্ঠিত এই সামিটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাদারী ভবিষ্যৎ গঠনে নানা ধরনের সহায়তা পান এবং সরাসরি সাক্ষাতকারে অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান।
×